করিমনগর জেলা ভারতের অন্ধ্র প্রদেশের উত্তরে অবস্থিত। এই জেলার সদরদপ্তর করিমনগর শহর। করিমনগর জেলার মোট জনসংখ্যা প্রায় ৩৮,১১,৭৩৮ জন (২০১১ সালের অনুসারে) এবং এর জনঘনত্ব ৩২২ জন প্রতি বর্গকিলোমিটার। এই জেলার উত্তর সীমান্তে আদিলাবাদ জেলা, উত্তরপূর্বে মহারাষ্ট্র এবং ছত্তিসগড়, দক্ষিণে বরাঙ্গল জেলা এবং পশ্চিমে নিজামাবাদ জেলা অবস্থিত। জেলাটির অফিসিয়াল ভাষা তেলুগু ও উর্দু।