লালমনিরহাট সদর উপজেলার অবস্থান, ইতিহাস ও প্রধান আকর্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জানাও।
লালমনিরহাট সদর বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। এর স্থানাঙ্ক ২৫°৫৪′৫৫″ উত্তর ৮৯°২৭′০০″ পূর্ব। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও আদিতমারী উপজেলা এবং দক্ষিণে রংপুর জেলার কাউনিয়া উপজেলা ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা অবস্থিত।
একটি জনশ্রুতি রয়েছে যে, ব্রিটিশ সরকারের আমলে ওই অঞ্চলে রেলপথ বসানোর সময় জনৈক ব্যক্তি 'লালমনি' পেয়েছিলেন, সেখান থেকেই 'লালমনিরহাট' নামের উৎপত্তি। অন্য এক মতে, লালমনি নামে একজন ধনাঢ্য মহিলার নামানুসারে এর নামকরণ হয়।
এ অঞ্চলের মানুষ মূলত রংপুরিয়া ভাষায় কথা বলে, যা স্থানীয় ভাষা হিসেবে প্রসিদ্ধ।