বরগীত হল অসমের নব-বৈষ্ণব ধৰ্মের হোতা শংকরদেব এবং মাধবদেব দ্বারা ব্ৰজৱলি ভাষায় রচিত বৈষ্ণব বিষয়াবলীর গানগুলি। এই গানগুলি উচ্চ আধ্যাত্মিক ভাবপূৰ্ণ এবং নিৰ্দিষ্ট রাগ বিশিষ্ট।
রচয়িতা: শংকরদেব প্রায় দুই শত চল্লিশটি বরগীত রচণা করেছিলেন, কিন্তু এক অগ্নিকান্ডে অধিকাংশ রচনা ধ্বংস হয়। মাত্র পঁয়ত্রিশটি উদ্ধার করা যায়। মাধবদেব দুইশটির অধিক বরগীত রচনা করেন।