বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন সম্পর্কিত বিস্তারিত তথ্যসমূহ কী কী?
ধরখার ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ। এর আয়তন ৩৩.১২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৩৪,২২১ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)।
প্রশাসনিক কাঠামো অনুযায়ী, এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল: ছতুরা শরীফ, তন্তর, ভাটামাথা, চাঁন্দপুর, রাণীখার, ঘোলখার, রুডি, নোয়াপাড়া, মধুপুর, নূরপুর, তোলাতালা, ইদিলপুর, আদিলপুর, ঝিঘুটিয়া ইত্যাদি।
যোগাযোগের ব্যবস্থা হিসেবে ইউনিয়নের অভ্যন্তরে সড়কপথ ও নৌপথ ব্যবহৃত হয়। এ ইউনিয়নে বিভিন্ন হাটবাজার রয়েছে, যেমন তন্তর চক বাজার, তন্তর গরুর বাজার ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান এবং শহিদুল হক ভূঁইয়া।