রংঘর কোথায় অবস্থিত এবং এর স্থাপত্য কিরূপ?
রংঘর অসমের শিবসাগরে অবস্থিত একটি ঐতিহাসিক দোতালা মহল। এটি ১৭৪৬ সনে আহোম রাজা স্বর্গদেউ প্রমত্ত সিংহের রাজত্বকালে নির্মাণ করা হয়। তলাতল ঘরের উত্তরে এবং জয়সাগরের পশ্চিমে রংঘর অবস্থিত।[৩]
স্থাপত্যের ক্ষেত্রে রংঘরের আকৃতি চতুর্ভুজের ন্যায়। এর মগরমুখি নৌকার আকৃতি বিশেষ সৌন্দর্য প্রদান করে। ইটা জোড়া লাগাতে মাষকলাই ডাল, হাসের ডিম ও বড়া চাউল ব্যবহার করা হয়েছে। এতে কোন ধাতুর ব্যবহার করা হয় নাই।