ক্লাব আতলেতিকো ওসাসুনার ইতিহাস এবং এদের উল্লেখযোগ্য সাফল্যগুলো কি কি?
ক্লাব আতলেতিকো ওসাসুনা একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যা পামপ্লোনায় ভিত্তিক। এটি ২৪শে অক্টোবর ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৩২ সালে প্রথমবারের মত সেগান্ডা ডিভিশনে অংশগ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৫-৮৬ সিজনে উয়েফা কাপে এবং ২০০৫ সালে কোপা দেল রে এর ফাইনালে পৌছায়।