ভৈরব গঙ্গোপাধ্যায়ের জীবনী:
ভৈরব গঙ্গোপাধ্যায় ২৫ নভেম্বর, ১৯৩৪ সালে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার 'মূল' গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত মূলগ্রামে পড়াশোনা করেন। পরবর্তীতে বাংলার গ্রামে অনুষ্ঠিত যাত্রার প্রতি তাঁর আগ্রহ ও প্রেম তাঁকে যাত্রাশিল্পে আকৃষ্ট করে।
যাত্রাশিল্পে অবদান:
ভৈরব গঙ্গোপাধ্যায় কলকাতার চিৎপুরের যাত্রাপালা জগতে ১৯৬০ সালে প্রবেশ করেন এবং তার প্রথম রচনা 'নাচমহল' থেকে দর্শকের সমাদর পান। উঠে আসে তার অন্যান্য রচনা:
তিনি প্রায় আড়াই-শো যাত্রাপালা রচনা করেছেন এবং 'ভৈরব অপেরা' গঠন করেন। গীতিকার ও সুরকার হিসাবেও জনপ্রিয় ছিলেন তিনি।
সম্মাননা:
ভৈরব গঙ্গোপাধ্যায়ের সারা জীবন তার গ্রাম বাংলায় সমাদর পেয়েছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। ২০১৭ সালে সরকারি উদ্যোগে তার গ্রামের বাড়িতে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়।
জীবনাবসান:
ভৈরব গঙ্গোপাধ্যায় ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর প্রয়াত হন।