পদগৌরব:
পদগৌরব, যাকে পদমর্যাদা ও বলা হয়, এটি মূলত কোনো ব্যক্তির মর্যাদা এবং ক্ষমতার প্রতি নির্দেশ করে। এটি সাধারনত্ কোনো ব্যক্তির অবস্থান বা পদে অধিষ্ঠিত থাকার সময়কালীন গৌরব বা সম্মান বুঝায়। বেশিরভাগ ক্ষেত্রে সেটি কোনো প্রতিষ্ঠানের বা সামাজিক গোষ্ঠীর সংগে সংশ্লিষ্ট হয়।