সীরাত বিষয়ক প্রথম গ্রন্থটি হল
সীরাতে ইবনে ইসহাক, যা লিখেছেন ইবনে ইসহাক। এটি প্রাতিষ্ঠানিকভাবে প্রথম সীরাত গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ইবনে ইসহাককে সীরাত শাস্ত্রের জনক বলা হয়। পরবর্তীতে ইবনে হিশাম এই গ্রন্থটির একটি সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশ করেন যা
সীরাতে ইবনে হিশাম নামে পরিচিত। তবে বর্তমানে সীরাতে ইবনে ইসহাকের সম্পূর্ণ কপি পাওয়া যায় না।
Source: সীরাতে ইবনে ইসহাক