সমর শব্দটি যুদ্ধ বোঝায়।
সমরকৌশল: যুদ্ধের কৌশল বা রীতি।
সমরশয্যা: যুদ্ধে নিহত ব্যক্তির পক্ষে যুদ্ধক্ষেত্ররূপ শয্যা।
সমরশায়ী: যুদ্ধস্থলে নিহত ব্যক্তি।
সমরসজ্জা: সৈনিকের পোশাক বা যুদ্ধের আয়োজন।
সমরাঙ্গন: যুদ্ধক্ষেত্র।
সমরানল: যুদ্ধরূপ আগুন বা যুদ্ধের ভয়াবহ রূপ বোঝানো হয়।