ষেট বা ষেটে হল ষষ্ঠীদেবীকে বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ। এটি মূলত সংস্কৃত শব্দ 'ষষ্ঠী' থেকে এসেছে।
ষেটের বাছা বলতে বোঝায় সেই শিশু যাকে ষষ্ঠীদেবীর আশীর্বাদপ্রাপ্ত বলে বিশ্বাস করা হয়।
ষেটেরা হল শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠী পূজাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্ম।