বিষধর সাপের বৈশিষ্ট্য এবং তাদের কার্যকারিতা কি? কোন কোন সাপ বিশেষভাবে বিষধর হিসেবে পরিচিত?
বিষধর সাপ হচ্ছে এমন সাপ যারা শিকার ও আত্মরক্ষার জন্য তাদের শরীরে উৎপন্ন প্রক্রিয়াকৃত লালা বা সর্পবিষ ব্যবহার করে। এদের এক জোড়া বিশেষভাবে তৈরি দাঁত থাকে যা বিষদাঁত নামে পরিচিত। এছাড়াও কিছু সাপ তাদের চোয়ালের মাধ্যমে বিষ ছুঁড়ে মারতে সক্ষম।
বিষধর সাপের পরিচিতি: