মেহেন্দিগঞ্জ শহরের ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক ব্যবস্থা এবং জনসংখ্যার বিবরণ দিন।
মেহেন্দিগঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের অন্তর্গত একটি শহর। প্রশাসনিকভাবে এটি মেহেন্দিগঞ্জ উপজেলার সদর শহর।
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ: ২২°৪৯′৩৪″ উত্তর, ৯০°৩১′৩৭″ পূর্ব
গড় উচ্চতা: ৮.৬৮ মিটার
মেহেন্দিগঞ্জ পৌরসভা বিন্যাসে ৯টি ওয়ার্ড এবং ১১টি মহল্লায় বিভক্ত। মেহেন্দিগঞ্জ পৌরসভার আওতায় শহরের ১৪.৯৭ বর্গকিমি এলাকা অন্তর্ভুক্ত।
শহরের স্বাক্ষরতার হার ৬৩.৩%।