অবস্থান: তারালী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত।
জিপিএস স্থানাঙ্ক: ২২°২৯′১৮″ উত্তর ৮৯°৩′৩১″ পূর্ব।
আয়তন: তারালী ইউনিয়নের মোট আয়তন হচ্ছে ৪৭.০৫ বর্গ কিলোমিটার (১৮.১৭ বর্গ মাইল)।
জনসংখ্যা: তারালী ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক ২৭,৪০০ জন।
শিক্ষাপ্রতিষ্ঠান: ১. শিক্ষার হার: ৭১%
২. সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৬টি
৩. মাধ্যমিক বিদ্যালয়: ৪টি
৪. কলেজ: ১টি
৫. মাদ্রাসা: ২টি
Source: তারালী ইউনিয়ন