উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (২৫ মে, ১৯৪৮ — ২৫ ডিসেম্বর, ১৯৭৫) একজন বাঙালি কবি ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলায় ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে বি এ পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তূলনামূলক সাহিত্যে এম এ পাশ করেন ১৯৭৩ সালে। কিছুদিন সাপ্তাহিক বসুমতীর কর্মী ছিলেন এবং বাংলা সাহিত্য পত্র সম্পাদনা করেছেন। বাঙলাদেশের কবি মণিকা রহমানকে বিয়ে করায় সমাজে বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রবল দারিদ্র এবং রোগভোগে তার অল্প বয়সে মৃত্যু হয়। তার লেখা কাব্যগ্রন্থগুলি হলো শেফালী, বসন্তে একাকী, ব্লাড ক্যানসার, গুলিবিদ্ধ রবীন্দ্রনাথ প্রভৃতি।
Source: উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়